Sheba Nursing Care
নার্সিং সেবা বয়স্ক মানুষ ও গুরুতর অসুস্থতা থেকে সেরে ওঠা রোগীদের যত্ন ও সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিচিত পরিবেশে, নিজের বাড়িতে সেবা পাওয়ায় রোগীরা সাধারণত দ্রুত সুস্থ হন ও মানসিকভাবে স্বস্তি বোধ করেন। আমাদের প্রশিক্ষিত ও অভিজ্ঞ নার্সরা সময়মতো ওষুধ দেওয়া, রক্তচাপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ পর্যবেক্ষণ, এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ দেওয়াসহ নানা দায়িত্ব পালন করেন—সহানুভূতি ও পেশাদারিত্বের সাথে।
Sheba Nursing Care Package
- Sheba Nursing Care
- 01 Nurse
- 12 Hours
- ৳ 26,000/- Taka Monthly
- Sheba Nursing Care
- 01 Nurse
- 24 Hours
- ৳ 36,000/- Taka Monthly
- Sheba Nursing Care
- 02 Nurse
- 24 Hours
- ৳ 50,000/- Taka Monthly
- ব্যক্তিগত সেবা
- হাসপাতাল পরবর্তী সেবা
- ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনা
- রোগীর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সেবা
- প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতি স্ক্রিনিং
- ওষুধ গ্রহণ পর্যবেক্ষণ
- ইনজেকশন প্রদান
- ক্ষতস্থানের ড্রেসিং
- ক্যাথেটার পরিবর্তন
- IV/IM ইনজেকশন প্রদান
- স্যালাইন দেওয়া
- নেবুলাইজেশন
- অক্সিজেন প্রদান
- ব্যথা ও উপসর্গ ব্যবস্থাপনা
- প্রাথমিক ফিজিওথেরাপি
- 🩺 আমরা পেশেন্ট এর অবস্থা এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবা প্রদান করে থাকি।
- Nurse are allowed two days of leave each month as part of their service terms. ( নার্সরা প্রতি মাসে ২ দিন ছুটির অধিকারভুক্ত থাকেন। )
- If a client requests a replacement Nurse during the regular two off days, a replacement charge will apply accordingly. ( নার্সের নির্ধারিত দুইদিন ছুটির সময়ে যদি ক্লায়েন্ট বিকল্প নার্স চান, সে ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
- Clients are required to provide at least one meal per day to the Nurse. If not provided, a meal allowance of BDT 3,000 per month will be charged. For 24-hour duties, providing meals is mandatory. ( ক্লায়েন্টদের প্রতি দিন অন্তত একটি খাবার প্রদান করা বাধ্যতামূলক। যদি খাবার প্রদান না করা হয়, তাহলে মাসিক ৩,০০০ টাকা খাবার ভাতা হিসেবে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ২৪ ঘণ্টার ডিউটির ক্ষেত্রে খাবার প্রদান অবশ্যই বাধ্যতামূলক। )
Sheba Nursing Care এর সেবা সমূহ :

- Farmgate, Dhaka 1217
- 01612-326255
- florencehealthcare247@gmail.com
- Florence Heath Care